ক্যালকুলেটরে লুকিয়ে রাখুন যেকোন ফাইল।

সিক্রেট কিছু লুকিয়ে রাখার জন্য আমরা ব্যবহার করে থাকি এ্যাপ লক কিংবা গ্যালারি লক কিন্তু এই এ্যাপ গুলো সহজে বাইপাস করা যায়।

এই জন্য আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটা যার সাহায্যে আপনারা হিসাব নিকাশ করতে পারবেন সাথে আপনাদের সিক্রেট ফাইলও লুকিয়ে রাখতে পারবেন।



এটি এমন একটা এ্যাপ কেউ সন্দেহ করতে পারবে না যে এটার ভেতর কিছু থাকতে পারে।

এ্যাপটা ইন্সটল করা পর পাসওয়ার্ড আর সিকিউরিটি কুয়েশন দিয়ে সেট করে নিতে হবে। এইবার এ্যাপটা ওপেন করলে জাস্ট একটা ক্যালকুলেটর চালু হবে যা ব্যাসিক ক্যালকুলেটরের মত (আপনি চাইলে আপনার ডিফল্ট ক্যালকুলেটর ডিসেবল করে দিতে পারেন)



এই ক্যালকুলেটরে আপনি সব রকমের হিসাব নিকাশ করতে পারবেন। যখন আপনি আপনার সেট করা পাসওয়ার্ড ইন্টার করবেন তখনি আপনার এ্যাপের সিক্রেট লকটা খুলে যাবে, এরপর আপনি প্লাস আইকনে ক্লিক করে যেকোন ফাইল হাইড করতে পারবেন। 
যেমনঃ এ্যাপ, অডিও, ভিডিও, ছবি ইত্যাদি।

আপনার হাইড করা ফাইল গুলো কোথাও দেখা যাবে না। তখনি দেখা যাবে যখন আপনার সেট করা পাসওয়ার্ডটা ক্যালকুলেটরে গিয়ে প্রবেশ করবেন।

বুঝতে কষ্ট হলে ভিডিওটি দেখুন- 

আজ এই পর্যন্ত। ধন্যবাদ!

Comments

Popular posts from this blog

DO Privacy Policy

GOLD HD VPN

bKash App - বিকাশ এ্যাপ একদম সিম্পল