YouTube অটো বাফারিং বন্ধ করুন

ইউটিবের অটো বাফারিং বন্ধ করে বাড়তি ডাটা খরচ বন্ধ করুন মাত্র দুই ক্লিকে।


আজকে আমরা অটো বাফারিং নিয়ে কথা বলবো।অটো বাফারিং হলো, ইউটিউবের একটা ফিচার। যার ফলে আমরা কোনো ভিডিওতে ক্লিক করলেই সেটি প্লে হয়ে যায়।

অনেকের কাছেই পেইন একটা ব্যাপার এটি, বিশেষত যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের জন্য এটি বিরক্তকর ব্যাপার। কারন, অনেক সময় শুধুমাত্র ভিডিও ইনফরমেশন দেখার জন্য বা টিউমেন্ট করার জন্য ভিডিও ওপেন করতে হয়।কিন্তু অটো বাফারিং এর ফলে আমাদের বাড়তি ডাটা কস্ট হয়।কারন, অনেকেই আছেন যারা এখনো মডেম দিয়ে ইন্টারনেট চালায়। রাক্ষস কোম্পানিগুলোর ডাটা প্যাকের যা দাম। তো, আজকে আমরা দেখবো কিভাবে অটো বাফারিং অফ করতে হয়?
প্রথমেই নিচের লিংক থেকে Add On টি নামিয়ে নিন-

ডাউনলোড Add On

অনেকের ব্রাউজারেই হয়তো, এর লেটেস্ট ভার্শনটা সাপর্ট করবেনা। তারা Old version নামিয়ে নিবেন।
এরপর install করুন।

তারপর থেকে আর অটো বাপারিং হবে না।

ধন্যবাদ!


Comments

Popular posts from this blog

bKash App - বিকাশ এ্যাপ একদম সিম্পল

DO Privacy Policy

Privacy Policy